Posts

Showing posts from December, 2023

আসমাউল হুসনা

 ১। ইয়া আল্লাহু يَا اَللّٰهُ (হে আল্লাহ)  ২। ইয়া রহ'মা-নু يَارَحْمٰنُ (হে দয়ালু) ৩। ইয়া রহী'-মু يَا رَحِيْمُ (হে মেহেরবান,দয়ালু) ৪। ইয়া মালিকু يَا مَالِكُ(হে বাদশাহ) ৫। ইয়া ক্বুদ্দূছু يَا قُدُّوْسُ (হে অতি পবিত্র) ৬। ইয়া ছালামু يَا سَلَامُ (হে শান্তি দাতা) ৭। ইয়া মুমিনু يَا مُؤْمِنُ (হে নিরাপত্তা প্রদানকারী) ৮। ইয়া মুহাইমিনু يَا مُهَيْمِنُ (হে রক্ষকতা) ৯। ইয়া আ'ঝিঝু يَا عَزِيْزُ(হে বিজয়ী) ১০।ইয়া জব্বারুيَا جَبَّارُ (হে পরাক্রমশালি) ১১। ইয়া মুতাকাব্বিরুيَا مُتَكَبِّرُ (হে বড়ত্ব ও মহীমার অধিকারী) ১২। ইয়া খলিক্বুيَا خَالِقُ (হে সৃষ্টিকর্তা) ১৩। ইয়া বারিয়ুيَا بَارِئُ (হে প্রাণ দানকারী) ১৪। ইয়া মুছ্বউয়িরু يَا مُصَوِّرُ(হে আকৃতি দানকারী) ১৫। ইয়া গফ্ফারু يَا غَفَّارُ (হে পরম ক্ষমাশীল) ১৬। ইয়া ক্বহহারু يَا قَهَّارُ(হে মহাশাস্তি দাতা) ১৭। ইয়া ওয়াহহাবু يَا وَهَّابُ(হে পুরুস্কার দানকারী) ১৮। ইয়া রঝঝাক্বুيَا رَزَّاقُ (হে রিজিক দাতা) ১৯। ইয়া ফাত্তাহু'يَا فَتَّاحُ (হে বিজয় দানকারী) ২০। ইয়া আ'লীমু يَا عَلِيْمُ(হে মহাজ্ঞানী) ২১। ইয়া ক্ববিদ্বু يَا قَابِضُ(হে আয়ত্তকারী) ২২। ইয়া বা

সুরা হাশর শেষ তিন আয়াত

  أَعُوۡ ذُ بِاللهِ السَّمِيۡعِ الْعَلِيۡمِ مِنَ الشَّيۡطَانِ الرَّجِيۡمِ  هُوَ اللهُ الَّذِيۡ لٓا اِلٰهَ اِلَّا هُوَ. عٰلِمُ الۡغَيۡبِ وَالشَّهَادَةِ. هُوَ الرَّحۡمٰنُ الرَّحِيۡمُ তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন ইলাহ নেই; দৃশ্য-অদৃশ্যের জ্ঞাতা; তিনিই পরম করুণাময়, দয়ালু। هُوَ اللهُ الَّذِيۡ لٓا اِلٰهَ اِلَّا هُوَ. الۡمَلِكُ الۡقُدُّوۡسُ السَّلٰمُ الۡمُؤۡمِنُ الۡمُهَيۡمِنُ الۡعَزِيۡزُ الۡجَبَّارُ الۡمُتَكَبِّرُ. سُبۡحٰنَ اللهِ عَمَّا يُشۡرِكُوۡنَ তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরীক করে তা হতে পবিত্র মহান। هُوَ اللهُ الۡخَالِقُ الۡبَارِئُ الۡمُصَوِّرُ لَهُ الۡاََسۡمَآ4ءُ الۡحُسۡنٰى. يُسَبِّحُ لَهٗ مَا فِي السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ. وَهُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ তিনিই আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতিদানকারী; তাঁর রয়েছে সুন্দর নামসমূহ; আসমান ও যমীনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।