সুরা হাশর শেষ তিন আয়াত

  أَعُوۡ ذُ بِاللهِ السَّمِيۡعِ الْعَلِيۡمِ مِنَ الشَّيۡطَانِ الرَّجِيۡمِ 



هُوَ اللهُ الَّذِيۡ لٓا اِلٰهَ اِلَّا هُوَ. عٰلِمُ الۡغَيۡبِ وَالشَّهَادَةِ. هُوَ الرَّحۡمٰنُ الرَّحِيۡمُ


তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন ইলাহ নেই; দৃশ্য-অদৃশ্যের জ্ঞাতা; তিনিই পরম করুণাময়, দয়ালু।



هُوَ اللهُ الَّذِيۡ لٓا اِلٰهَ اِلَّا هُوَ. الۡمَلِكُ الۡقُدُّوۡسُ السَّلٰمُ الۡمُؤۡمِنُ الۡمُهَيۡمِنُ الۡعَزِيۡزُ الۡجَبَّارُ الۡمُتَكَبِّرُ. سُبۡحٰنَ اللهِ عَمَّا يُشۡرِكُوۡنَ



তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরীক করে তা হতে পবিত্র মহান।



هُوَ اللهُ الۡخَالِقُ الۡبَارِئُ الۡمُصَوِّرُ لَهُ الۡاََسۡمَآ4ءُ الۡحُسۡنٰى. يُسَبِّحُ لَهٗ مَا فِي السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ. وَهُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ



তিনিই আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতিদানকারী; তাঁর রয়েছে সুন্দর নামসমূহ; আসমান ও যমীনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।


Comments

Popular posts from this blog

আসমাউল হুসনা

গুনা

আকিদা