আসমাউল হুসনা
১। ইয়া আল্লাহু يَا اَللّٰهُ (হে আল্লাহ)
২। ইয়া রহ'মা-নু يَارَحْمٰنُ (হে দয়ালু)
৩। ইয়া রহী'-মু يَا رَحِيْمُ (হে মেহেরবান,দয়ালু)
৪। ইয়া মালিকু يَا مَالِكُ(হে বাদশাহ)
৫। ইয়া ক্বুদ্দূছু يَا قُدُّوْسُ (হে অতি পবিত্র)
৬। ইয়া ছালামু يَا سَلَامُ (হে শান্তি দাতা)
৭। ইয়া মুমিনু يَا مُؤْمِنُ (হে নিরাপত্তা প্রদানকারী)
৮। ইয়া মুহাইমিনু يَا مُهَيْمِنُ (হে রক্ষকতা)
৯। ইয়া আ'ঝিঝু يَا عَزِيْزُ(হে বিজয়ী)
১০।ইয়া জব্বারুيَا جَبَّارُ (হে পরাক্রমশালি)
১১। ইয়া মুতাকাব্বিরুيَا مُتَكَبِّرُ (হে বড়ত্ব ও মহীমার অধিকারী)
১২। ইয়া খলিক্বুيَا خَالِقُ (হে সৃষ্টিকর্তা)
১৩। ইয়া বারিয়ুيَا بَارِئُ (হে প্রাণ দানকারী)
১৪। ইয়া মুছ্বউয়িরু يَا مُصَوِّرُ(হে আকৃতি দানকারী)
১৫। ইয়া গফ্ফারু يَا غَفَّارُ (হে পরম ক্ষমাশীল)
১৬। ইয়া ক্বহহারু يَا قَهَّارُ(হে মহাশাস্তি দাতা)
১৭। ইয়া ওয়াহহাবু يَا وَهَّابُ(হে পুরুস্কার দানকারী)
১৮। ইয়া রঝঝাক্বুيَا رَزَّاقُ (হে রিজিক দাতা)
১৯। ইয়া ফাত্তাহু'يَا فَتَّاحُ (হে বিজয় দানকারী)
২০। ইয়া আ'লীমু يَا عَلِيْمُ(হে মহাজ্ঞানী)
২১। ইয়া ক্ববিদ্বু يَا قَابِضُ(হে আয়ত্তকারী)
২২। ইয়া বাসিতু' يَا بَاسِطُ(হে প্রশস্তকারী)
২৩। ইয়া খফিদ্বুيَا خَافِضُ (হে পতনকারী)
২৪। ইয়া রফিউ'يَا رَافِعُ (হে উন্নতি প্রদানকারী)
২৫। ইয়া মুই'ঝঝু يَا مُعِزُّ (হে সম্মান দাতা)
২৬। ইয়া মুঝিললু يَا مُزِلُّ(হে অপমান অপদস্তকারী)
২৭। ইয়া ছামীউ' يَا سَمِيْعُ(হে সর্বশ্রোতা)
২৮। ইয়া বাছ্বীরু يَا بَصِيْرُ(হে সর্বদর্শী)
২৯। ইয়া হা'কামুيَا حَكَمُ (হে আদেশদাতা)
৩০। ইয়া আ'দলু يَا عَدۡلُ(হে ন্যায় বিচারক)
৩১। ইয়া লাত্বীফুيَا لَطِيْفُ (হে সকল-গোপন-বিষয়ে-অবগত, সুক্ষ্মদর্শী)
৩২। ইয়া খবীরু يَا خَبِيْرُ(হে সর্বজ্ঞানী)
৩৩। ইয়া হা'লীমু يَا حَلِيْمُ(হে ধৈর্যশীল)
৩৪। ইয়া আ'জ্বীমু يَا عَظِيْمُ(হে মহাসম্মানী)
৩৫। ইয়া গফূরুيَا غَفُوْرُ (হে ক্ষমাশীল)
৩৬। ইয়া শাকূরু يَا شَكُوْرُ(হে মূল্যায়ণকারী)
৩৭। ইয়া আ'লিয়্যুيَا عَلِىُّ (হে সর্বোচ্চ)
৩৮। ইয়া কাবীরু يَا كَبِيْرُ(হে অতি মহান)
৩৯। ইয়া হা'ফীজ্বজু يَا حَفِيْظُ (হে মহা রক্ষক)
৪০। ইয়া মুক্বীতুيَا مُقِيْتُ (হে অন্নদানকারী)
৪১। ইয়া হা'ছীবু يَا حَسِيْبُ(হে হিসাব পরীক্ষাকারী)
৪২। ইয়া জালীলুيَا جَلِيْلُ (হে মহিমান্বিত)
৪৩। ইয়া কারীমু يَا كَرِيْمُ(হে অনুগ্রহকারী)
৪৪। ইয়া রক্বীবু يَا رَاقِبُ(হে নিরীক্ষণকারী)
৪৫। ইয়া মুজীবু يَا مُجِيْبُ(হে ডাকে সাড়াদানকারী)
৪৬। ইয়া ওয়া-ছিউ' يَا وَاسِعُ (হে অসীম)
৪৭। ইয়া হা'কীমু يَا حَكِيْمُ(হে প্রজ্ঞাবান)
৪৮। ইয়া ওয়াদুদুيَا وَدُوْدُ (হে শ্রেষ্ঠ বন্ধু)
৪৯। ইয়া মাজীদু يَا مَجِيْدُ(হে গৌরবমণ্ডিত)
৫০। ইয়া বাই'ছু يَا بَاعِثُ(হে মৃতকে জীবনদানকারী)
৫১। ইয়া শাহীদু يَا شَهِيْدُ (হে সর্বত্র বিদ্যমান)
৫২। ইয়া হাক্বক্বুيَا حَقُّ (হে সত্য প্রকাশক)
৫৩। ইয়া ওয়াকীলু يَا وَكِيْلُ (হে কার্যসম্পাদনকারী)
৫৪। ইয়া ক্বওয়িয়্যূيَا قَوِّىُ (হে মহাশক্তিমান)
৫৫। ইয়া মাতীনুيَا مَتِيْنُ (হে অটল)
৫৬। ইয়া ওয়ালিয়্যূ يَا وَلِىُّ(হে অভিভাবক)
৫৭। ইয়া হা"মীদুيَا حَمِيْدُ (হে প্রশংসিত)
৫৮। ইয়া মুহ"ছ্বীয়ুيَا مُحْصِىُّ (হে হিসাব রক্ষক)
৫৯। ইয়া মুবদিউ يَا مُبْدِئُ(হে প্রথম সৃষ্টিকারী)
৬০। ইয়া মুই"দুيَا مُعِيْدُ (হে পুনরায় সৃষ্টিকারী)
৬১। ইয়া মুহ"য়ী يَا مُحْيِىُّ(হে জীবনদাতা)
৬২। ইয়া মুমীতু يَامُمِيْتُ(হে মৃত্যুদানকারী)
৬৩। ইয়া হা"ইয়্যুيَا حَىُّ (হে চিরঞ্জীব)
৬৪। ইয়া ক্বইয়্যুম يَا قَيُّوْمُ (হে চিরস্থায়ী)
৬৫। ইয়া ওয়াজিদুيَا وَاجِدُ (হে সবকিছু পাওয়ার অধিকারী)
৬৬। ইয়া মাজিদু يَا مَاجِدُ (হে গৌরবময়)
৬৭। ইয়া ওয়াহি"দু يَا وَاحِدُ (একক)
৬৮।আহা"দু يَا اَحَدُ(হে এক)
৬৯। ইয়া ছ্বমাদুيَا صَمَدُ (হে অমুখাপেক্ষী)
৭০। ইয়া ক্বদিরুيَا قَادِرُ (হে ক্ষমতাবান,সবশক্তিমান)
৭১। ইয়া মুক্বতাদিরু يَا مُقْتَدِرُ (হে ক্ষমতাশালী)
৭২। ইয়া মুক্বদদিমুيَا مُقَدِّمُ (হে শীঘ্র সম্পাদনকারী)
৭৩। ইয়া মুআখখিরু يَامُؤَخِّرُ(হে বিলম্বে সম্পাদনকারী)
৭৪। ইয়া আউয়্যালুيَا اَوَّلُ (হে সর্বপ্রথম)
৭৫। ইয়া আখিরুيَا اٰخِرُ (হে সর্বশেষ)
৭৬। ইয়া জ্বহিরুيَا ظَاهِرُ (হে প্রকাশ্য)
৭৭। ইয়া বাত্বিনু يَا بَاطِنُ(হে অপ্রকাশ্য, গুপ্ত)
৭৮। ইয়া ওয়ালিয়ুيَا وَالِىُّ (হে অভিভাবক)
৭৯। ইয়া মুতাআ"লীيَا مُتَعَالِىْ (হে সর্বোচ্চ)
৮০। ইয়া বাররুيَا بَرُّ (হে অনুগ্রহকারী)
৮১। ইয়া তাওয়াবুيَا تَوَّابُ (হে তওবা গ্রহণকারী)
৮২। ইয়া মুনতাক্বিমুيَا مُنْتَقِمُ (হে প্রতিফল দানকারী)
৮৩। ইয়া আ"ফুয়্যু يَا عَفُوُّ(হে ক্ষমাশীল)
৮৪। ইয়া রউফুيَا رَؤُفُ (হে স্নেহপরায়ণ)
৮৫। ইয়া মালিকুল মুলকি يَا مَالِكُ الْمُلْكِ (হে রাজ্যাধিপতি)
৮৬। ইয়া যুলজালালি ওয়াল ইকরম يَا ذَلْجَلَالِ وَالْاِكْرَامُ (হে মহিমা ও সম্মানের অধিকারী)
৮৭। ইয়া মুক্বছিত্বুيَا مُقْسِطُ (হে ইনসাফ প্রতিষ্ঠাকারী)
৮৮। ইয়া জামিউ" يَا جَامِعُ (হে কেয়ামত দিবসে বান্দাদেরকে একত্রকারী)
৮৯। ইয়া গনিয়্যুيَا غَنِىُّ (হে ধনী)
৯০। ইয়া মুগনিয়্যুيَا مُغْنِىُّ (হে ধনদানকারী)
৯১। ইয়া মানিউ" يَا مَانِعُ (হে বিপদ প্রতিরোধকারী)
৯২। ইয়া দ্ব-ররুيَا ضَارُّ (হে ক্ষতিগ্রস্থ করার মালিক)
৯৩। ইয়া নাফিউ" يَا نَافِعُ (হে লাভবান করার মালিক)
৯৪| ইয়া নূরুيَا نُوْرُ (হে নুর প্রদানকারী)
৯৬। ইয়া হাদিয়ু يَا هَادِىُّ (হে পথ প্রদর্শক)
৯৬। ইয়া বাদীউ" يَا بَدِيْعُ(হে অদ্বিতীয় স্রষ্টা)
৯৭। ইয়া বাক্বিয়ু يَا بَاقِىُّ(হে চিরস্থায়ী)
৯৮। ইয়া ওয়ারিছুيَا وَارِثُ (হে উত্তরাধিকারী)
৯৯। ইয়া রশীদু يَا رَشِيْدُ (হে সত্যতা পছন্দকারী)
১০০। ইয়া ছ্ববুরু يَا صَبُوْرُ (হে ধৈর্যশীল)
ক্ব,ত্ব,জ্ব,ছ্ব,দ্ব আ" হা"
Comments
Post a Comment