Posts

আসমাউল হুসনা

 ১। ইয়া আল্লাহু يَا اَللّٰهُ (হে আল্লাহ)  ২। ইয়া রহ'মা-নু يَارَحْمٰنُ (হে দয়ালু) ৩। ইয়া রহী'-মু يَا رَحِيْمُ (হে মেহেরবান,দয়ালু) ৪। ইয়া মালিকু يَا مَالِكُ(হে বাদশাহ) ৫। ইয়া ক্বুদ্দূছু يَا قُدُّوْسُ (হে অতি পবিত্র) ৬। ইয়া ছালামু يَا سَلَامُ (হে শান্তি দাতা) ৭। ইয়া মুমিনু يَا مُؤْمِنُ (হে নিরাপত্তা প্রদানকারী) ৮। ইয়া মুহাইমিনু يَا مُهَيْمِنُ (হে রক্ষকতা) ৯। ইয়া আ'ঝিঝু يَا عَزِيْزُ(হে বিজয়ী) ১০।ইয়া জব্বারুيَا جَبَّارُ (হে পরাক্রমশালি) ১১। ইয়া মুতাকাব্বিরুيَا مُتَكَبِّرُ (হে বড়ত্ব ও মহীমার অধিকারী) ১২। ইয়া খলিক্বুيَا خَالِقُ (হে সৃষ্টিকর্তা) ১৩। ইয়া বারিয়ুيَا بَارِئُ (হে প্রাণ দানকারী) ১৪। ইয়া মুছ্বউয়িরু يَا مُصَوِّرُ(হে আকৃতি দানকারী) ১৫। ইয়া গফ্ফারু يَا غَفَّارُ (হে পরম ক্ষমাশীল) ১৬। ইয়া ক্বহহারু يَا قَهَّارُ(হে মহাশাস্তি দাতা) ১৭। ইয়া ওয়াহহাবু يَا وَهَّابُ(হে পুরুস্কার দানকারী) ১৮। ইয়া রঝঝাক্বুيَا رَزَّاقُ (হে রিজিক দাতা) ১৯। ইয়া ফাত্তাহু'يَا فَتَّاحُ (হে বিজয় দানকারী) ২০। ইয়া আ'লীমু يَا عَلِيْمُ(হে মহাজ্ঞানী) ২১। ইয়া ক্ববিদ্বু يَا قَابِضُ(হে আয়ত্তকারী) ২২। ইয়া বা

সুরা হাশর শেষ তিন আয়াত

  أَعُوۡ ذُ بِاللهِ السَّمِيۡعِ الْعَلِيۡمِ مِنَ الشَّيۡطَانِ الرَّجِيۡمِ  هُوَ اللهُ الَّذِيۡ لٓا اِلٰهَ اِلَّا هُوَ. عٰلِمُ الۡغَيۡبِ وَالشَّهَادَةِ. هُوَ الرَّحۡمٰنُ الرَّحِيۡمُ তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন ইলাহ নেই; দৃশ্য-অদৃশ্যের জ্ঞাতা; তিনিই পরম করুণাময়, দয়ালু। هُوَ اللهُ الَّذِيۡ لٓا اِلٰهَ اِلَّا هُوَ. الۡمَلِكُ الۡقُدُّوۡسُ السَّلٰمُ الۡمُؤۡمِنُ الۡمُهَيۡمِنُ الۡعَزِيۡزُ الۡجَبَّارُ الۡمُتَكَبِّرُ. سُبۡحٰنَ اللهِ عَمَّا يُشۡرِكُوۡنَ তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরীক করে তা হতে পবিত্র মহান। هُوَ اللهُ الۡخَالِقُ الۡبَارِئُ الۡمُصَوِّرُ لَهُ الۡاََسۡمَآ4ءُ الۡحُسۡنٰى. يُسَبِّحُ لَهٗ مَا فِي السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ. وَهُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ তিনিই আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবনকর্তা, আকৃতিদানকারী; তাঁর রয়েছে সুন্দর নামসমূহ; আসমান ও যমীনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

রুহানি & গুনা মাখরাজ,যিকির,নামাজ

 Quran ; Tilismati : https://drive.google.com/drive/folders/10wrqPwQSqfCnmiWNVcG2kFqSzmIZvgc7 https://drive.google.com/drive/folders/10wrqPwQSqfCnmiWNVcG2kFqSzmIZvgc7 https://drive.google.com/drive/folders/10wrqPwQSqfCnmiWNVcG2kFqSzmIZvgc7  Quran: https://drive.google.com/drive/folders/1_y8-c4rH0FHxjFi0B_eVAo6oXZJ7QZJW https://drive.google.com/drive/folders/1_y8-c4rH0FHxjFi0B_eVAo6oXZJ7QZJW https://drive.google.com/drive/folders/1_y8-c4rH0FHxjFi0B_eVAo6oXZJ7QZJW কুরান https://drive.google.com/drive/folders/1GR4jdhXJZWJEwE0pwsg9KYGrz5ET3YEE https://drive.google.com/drive/folders/1GR4jdhXJZWJEwE0pwsg9KYGrz5ET3YEE

আকিদা

 আকীদা বিষয়ক ৫০টি প্রশ্নোত্তর ▬▬▬▬▬▬▬▬▬▬ গ্রন্থনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল লিসান্স,মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব দাঈ ও গবেষক, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার,সৌদী আরব ▬▬▬▬▬▬▬▬▬▬   بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ الحمد لله وحده والصلاة والسلام على من لانبي بعده সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত:পর ‘আকীদা বিষয়ক ৫০টি প্রশ্নোত্তর’ শীর্ষক ছোট্ট এই পুস্তিকাটিতে ইসলামের অত্যন্ত মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ৫০টি প্রশ্নোত্তর প্রস্তুত করা হয়েছে-যেগুলো সম্পর্কে প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান থাকা অপরিহার্য।  এখানে যে সব বিষয় আলোচিত হয়েছে সেগুলো হল: • মহান আল্লাহর পরিচয় • ইসলাম এবং তার রোকন সমূহ • ঈমান ও তার রোকন সমূহ • তাওহীদ ও তার প্রকারভেদ • শিরক ও তার প্রকারভেদ। • কুফরী ও তার প্রকারভেদ • মুনাফেকি এবং তার প্রকারভেদ • কালিমার অর্থ এবং শর্তাবলী • ইবাদতের পরিচয় এবং তা কবুলের শর্তাবলী • তাগুতের পরিচয় ও তার প্রকারভেদ আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করে জ্ঞানের আলোকিত পথ ধরে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আম

আকিদা

  আকিদা- ১. প্রশ্নঃ  আমাদের সৃষ্টিকর্তার নাম কি❓ উত্তরঃ আল্লাহ্‌। ২. প্রশ্নঃ আল্লাহর কতগুলো নাম রয়েছে❓ উত্তরঃ আল্লাহ তা’আলার নাম অসংখ্য-অগণিত। ৩. প্রশ্নঃ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ্‌ কোথায় আছেন❓ উত্তরঃ রহমান আরশ এর উপরে উঠেছেন । (সূরা ত্বহাঃ ৫ ৪. প্রশ্নঃ আল্লাহর আরশ কোথায় আছে❓ উত্তরঃ সাত আসমানের উপর। ৫. প্রশ্নঃ আল্লাহ কি সর্বস্থানে বিরাজমান❓ উত্তরঃ না। আল্লাহ্‌ সবজায়গায় বিরাজমান নন। তিনি সপ্তকাশের উপর সুমহান আরশে উঠেছেন (সূরা ত্বাহাঃ ৫)  ৬. প্রশ্নঃ আল্লাহর কাজ কি❓ উত্তরঃ সৃষ্টি করা, রিযিক প্রদান, বৃষ্টি বর্ষণ, লালন-পালন করা, সাহায্য করা, জীবন-মৃত্যু প্রদান, পরিচালনা করা, সবকিছুর উপর কর্তৃত্ব করা, তত্বাবধান করা ইত্যাদি ইত্যাদি। ৭. প্রশ্নঃ তাওহীদ কাকে বলে❓ উত্তরঃ তাওহীদ অর্থ একত্ববাদ। পরিভাষায়ঃ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক নির্দিষ্ট করার নাম তাওহীদ। ৮. প্রশ্নঃ তাওহীদ কত প্রকার? উত্তরঃ তাওহীদ ৩ প্রকার। ৯. প্রশ্নঃ তিন প্রকার তাওহীদ কি কি? উত্তরঃ (১) তাওহীদে রুবূবিয়্যাহ্‌ বা কর্ম ও পরিচালনার একত্ববাদ (২) তাওহীদে উলূহিয়্যাহ্‌ বা দাসত্বের একত্ববাদ (৩) তাওহীদে আসমা ওয়া ছিফাত বা নাম ও