মাদ ১১টি
এক আলিফ মদ্দ চার প্রকার : ১. মদ্দে তবায়ী বা মদ্দে আছলী যবরের পরে খালি আলিফ, যেরের পরে যজম ওয়ালা ইয়া এবং পেশের পরে যজম ওয়ালা ওয়াও । খাড়া যবর, খাড়া যের ও উল্টা পেশ । একে মদ্দে তবায়ী বা মদ্দে আছলী বলে । ২. মদ্দে বদল হামযাহ এর হরফে এ এক আলিফ টানিয়া পড়াকে মদ্দে বদল বলে।খারা যবর,যের,পেশ ৩. মদ্দে লীন ওয়াও অথবা ইয়া ছাকিন এর পূর্বে বা আগে যবর এবং পরের হরফে ওয়াক্ফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মদ্দে লীন বলে ৪. মদ্দে এওয়াজ দুই যবরে ওয়াকফ করিলে এক যবর করে এক আলিফ টনিয়া পড়াকে মদ্দে এওয়াজ বলে । তিন আলিফ মদ্দ দুই প্রকার : ১. মদ্দে আরজী মদ্দের হরফ বা মদ্দের হরকতের পরে বা বামের হরফে ওয়াক্ফ করলে ঐ মদ্দের হরফ বা মদ্দের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়।তাকে মদ্দে আরজী বলে ২. মদ্দে মুনফাছিল মদ্দের হরফ বা মদ্দের হরকতের উপর চিকন বাকা চিহ্ন থাকিলে, "অথবা” দুটি শব্দ এর, প্রথম শব্দের শেষে মদ্দের হরফ বা মদ্দের হরকত ও দ্বিতীয় শব্দের প্রথমে আলিফ থাকলে তাকে মদ্দে মুনফাছিল বলে।তিন আলিফ টানিয়া পড়িতে হয়। চার আলফ মদ্দ পাচ প্রকার : ১. মদ্দে মুত্তাছিল মদ্দের হয়ফ বা মদ্দের হরক...
Comments
Post a Comment