zikir যিকির
https://www.hadithbd.com/books/section/?book=154
((৬০)) অজু ভংগের কারন
সকালঃ আলহামদু লিল্লাহিল লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
কাফিরুন+ .আল্লা-হুম্মা ইন্নি আউ’জুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ’লামু ওয়া আসতাগফিরুকা লিমা- লা- আ’লামু
দুরুদ ১০বার সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম
((সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি))১০০বার।
((সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি।।সকাল৩বার))
চার কুল/সাইয়েদুল,কালেমা শাহাদাত
সুরা ইখলাস(বিসমিল্লাহ সহ) কুরআন তেলায়ত দৈনিক
সুবহানাল্লাহ
আল-হামদুলিল্লাহ
আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ‘উযু বিকা মিনান্নার ৩বার।
আস্তাগফিরুল্লাহ। / আল্লাহুম্মা গুফরনাকা
দুরুদ। সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম
লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা- শারীকা-লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা- কুল্লি শাইয়িং ক্বদীর।।১০০ বার
বন্দনায়ে রাহমানিয়া।।
আল্লাহর প্রতি বিশ্বাস।।
রাতঃঅজু+ দুরুদ +কাফিরুন+সুরামুলক+চার কুল/আয়াতুল+আল্লাহুমা বিসমিকা আমুতু ওয়া আহইয়া
দৈনিকঃ200বার আস্তাগফিরুল্লাহ ও সুবহানাল্লাহ
পবিত্র+শিরক+নামাজ+কাফিরুন+বান্দার হক
মিথ্যা+গালি+কসম+ওয়াদা+অভিশাপ
যিনা+চোখের+লজ্জাস্তান
মুনাফিক+দলভুক্ত নয়,,,,জান্নাত যাবে না,,কবিরাগুনা রাগ,হিংসা,অহংকার,লোভ,ধৈর্য,অপচয়,,কুফরি,গিবত।
হালাল খাওয়া এবং হালাল অর্থ উপার্জন
1.দুঃখ কষ্ট কাওকে না বলা,সমালোচনা নাহ করা।
1.অন্যকে চিন্তা নাহ করা,নিজের চিন্তা করা,অন্যের তাহ অন্যিই ভুজোগ।।উপকার করার চিন্তা করা
1.খোঁচা মারা কথা না বলা,টাখনুর উপর কাপড় পড়া
1.নিজের ঘরের কথা কাওকে নাহ বলা।
1.তক নাহ করা,চিংকার নাহ করা
1.মেয়ে দেখলে আস্তাগফিরুল্লাহ & নবির দুরুদ
1.অন্যর ব্যাপারে মিথ্যা অপবাদ না দেওয়া
1. সুন্দর আচার-আচরন+ অপ্রয়োজনে চুপ থাকা +শুদ্ধ ভাসা অনোর ক্ষতি না করা।।
1.নিজের ও অন্যর পাপ গোপন রাখা।
1.অন্যর দোষ- ত্রুটি গোপন রাখা।
1.নাম রে ভেংগানো দেহ নিয়ে খোটা দেয়া।
2.মানুষের ব্যাপারে ভালো চিন্তা করা++সবাই ভাল। positive mind.....
3.বিপদে অধৈর্য হলে দোয়া পরতে থাকা।।
4.চোগলখুরি করা,কাওকে শয়তান নাহ বলা।
5.কান পেতে অন্য লোকের গোপন কথা শোনা
6.প্রস্রাব থেকে পবিত্র না থাকা
7.পিতা-মাতার অবাধ্য হওয়া
8.অনুমতি নাহ নেয়া,,অন্যকে ক্ষতি বা দুস্তামির উদেশ্য ভয় নাহ দেখানো
9.কুরআন ও হাদিস বললে সাবধানে বলব।
10..দান করা।।
কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তা বলে বেড়ায়।
11)কোনো ব্যাক্তি বা বস্তুর সম্মানের জন্য দারানো। কারন এটা শিরক।।
বইঃ জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস
by আল্লামা ইবনে কাছীর (রহ.) , আল্লামা জালালুদ্দীন সুয়ূতি রহ.
আর্-রাহীকুল মাখতূম
সুন্নাত এর বই ৯
হাদীসের নামে জালিয়াতি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
. উম্মু কুলসুম বিনতু ‘উকবাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, শুধু তিনটি ক্ষেত্র ব্যতীত অন্য কোথাও মিথ্যা বলার অনুমতি দিতে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) – কে আমি শুনিনি। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেনঃ যে ব্যক্তি সম্পর্ক স্থাপনের জন্য যেসব কথা বলে থাকে সে কারণে তাকে আমি মিথ্যাবাদী মনে করি না। অনুরূপভাবে যুদ্ধের সময় কৌশল হিসেবে যেসব কথা বলা হয় এবং স্বামী স্ত্রীকে যা বলে এবং স্ত্রী স্বামীকে যা বলে।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৯২১
হাদিসের মান: সহিহ হাদিস
যে ব্যক্তি সকালের সালাতের পর একশত বার সুবহানাল্লাহ এবং একশত বার লা-ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। যদিও তা সমুদ্রের ফেনাসম হয়।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ১৩৫৪
হাদিসের মান: সহিহ হাদিস
জ য, শ স,গ ঘ,ছ,ব,ভ
৪)লা তাসখাত=আল্লাহর কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না কখনো। মাথা পেতে সন্তুষ্ট চিত্তে আল্লাহর ফয়সালা মেনে নেওয়ার মধ্যেই রয়েছে সাফল্য !
৩)লা তাগদাব=জীবনে চলার পথে বিভিন্ন সময় আপনাকে অনাকাঙ্ক্ষিত অনেক বিষয়ের সম্মুখীন হতে হবে,কখনো রাগ করবেন না!
১)লা তাহযান=অতীত নিয়ে কখনো হতাশ হবেন না, অতীতকে দাফন করে ফেলতে হবে মেমোরি থেকে !
২)লা তাখাফ=ভবিষ্যৎ নিয়ে কখনোই দুশ্চিন্তা করবেন না, তা ন্যস্ত করে দিতে হবে মালিকের উপর । তাওয়াক্কুল করে দিতে হবে আরো মজবুত এবং আরো সুদূর !
আল্লাহ যে সকল মানুষের হক আমি নষ্ট করেছি তাদের হয়ে আমি দান করছি,তাদের হক পূরণ করার জন্য।।
1. সুবহানাল্লাহ --বিসমিল্লাহ
2.আল-হামদুলিল্লাহ
3.লা ইলাহা ইল্লাল্লাহ
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
4.সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
5.আল্লাহু আকবার
6.সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
ওয়া আলা আলি মুহাম্মাদ
আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।
7.আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াহ
আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ
8.আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ‘উযু বিকা মিনান্নার।
9.আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাদ।
10.আস্তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি--আতুবু ইলাল্লাহি মিম্মা আজনাবতু
11.আল্লা-হুম্মা ইন্নি আউ’জুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ’লামু ওয়া আসতাগফিরুকা লিমা- লা- আ’লামু
12.আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন আযা-বিল ক্বাবরি, ওয়া আ‘উযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ্ দাজ্জা-লি, ওয়া আ‘উযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামা-ত। আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল মা’ছামি ওয়াল মাগরামি।
আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল ক্বাবর।
আউযুবিকা মিন আযাবি জাহান্নাম।
আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া,ওয়াল মামাত।
আঊযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।
13..বাথরুম ঃ
বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়িস। গুফরনাকা
গুফরনাকা আলহামদুলিল্লা হিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি
15.(লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদুহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শায়্যিন ক্বাদির)(সহিহ বুখারী, হাদিস নং ৩২৯৩)
16.হাছবিয়াল্লা-হু লাইলা-হুওয়া ‘আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রাব্বুল ‘আরশিল ‘আজীম। সকাল বিকাল ৭বার করে।
লা ইলাহা ইল্লাল্লাহ
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আউজুবিল্লাহি মিনাশ শাইতনির রজিম
বিসমিল্লাহির রহমানির রহীম
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন
বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু
আসসালামু আলাইকুম
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
ওয়া-আলাইকুমুস সালাম ওয়া-রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া
১।সুরা ফাতিহাঃ
বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম।
আলহামদু লিল্লাহি রাব্বিল আ’-লামি-ন।
আররাহমা-নির রাহি-ম।
মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন
ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম
সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ—ল্লি-ন।
২।সুরা ইখলাসঃ কুল হুওয়াল্লা-হু আহাদ। আল্লাহুচ্চামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ
৩। সুরা নাসঃ
কুল আ‘ঊযুবিরব্বিন্না-ছ,
মালিকিন্না-ছ,
ইলা-হিন্না-ছ।
মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খন্না-ছ।
আল্লাযী ইউওয়াছ্ওয়ীছু ফী ছুদূরিন্ না-ছ্
মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।
৪।সুরা ফালাকঃ
কুল আ‘ঊযুবি রব্বিল ফালাক
মিন শাররি মা-খালাক।
ওয়া মিন শাররি গ-ছিকিন ইযা-ওয়াক ব।
ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উক দ।
ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।
৫।কালিমা শাহাদাৎ ঃ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
>কালিমা তায়িবাঃ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
৬।সুরা কাফিরুনঃ
কুল ইয়া--আইয়ুহাল কা-ফিরূন।
লা--আ‘বুদু মা-তা‘বুদূন।
অলা--আনতুম ‘আ-বিদূনা মা--আ‘বুদ।
অলাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম,
অলা--আনতুম ‘আ-বিদূনা মা--আ‘বুদ।
লাকুম দীনুকুম অলিয়াদীন।
নামাজ নামাজ নামাজ নামাজ
নামাজ নামাজ নামাজ নামাজ নামাজ
দুরুদ ইব্রাহীম ঃআল্লাহুম্মা ছাল্লিআলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীম ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলাআলি মুহাম্মাদ কামা বা-রকতা আলা ইব্রাহীম ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ।
আয়াতুল ঃ
আল্ল-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মাং যাল্লাযী ইয়াশফাউ’ ইং ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খলফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাই ইম্ মিন ‘ইল মিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইউহুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কৃইয়্যুম
লা তা'খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম।
লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্।
মান যাল্লাধী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লাবি ইজনিহি
ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম
ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ
ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্
ওয়ালা ইয়া উদুহু হিফজুইমা ওয়াহুয়াল আলিয়্যুল আজিম।
জ য, শ স,গ ঘ,ছ
সহিহ বুখারি
রিয়াদুস সলিহীন
আদাবুল মুফরাদ
সহীহ মুসলিম (হাদীস একাডেমী) অধ্যায়ঃতাকদির
সুনান আত তিরমিজী (তাহকীককৃত)
উপদেশ
শামায়েল তিরমিজি
সহিহ হাদিস কুদসি
সিলসিলা সহিহা
সহিহ ফাযায়েল আমল
সহিহ তাগরিব ওয়াত তারহিব
৪০হাদিস
১০০হাদিস
আদম আঃ
নুহ আঃ
ইব্রাহিম আঃ
আওয়ুব আঃ
ইউসুফ আঃ
মুসা ও হারুন আঃ
ইউনুস আঃ।
সুলাইমান আঃ
ইসা আঃ
https://www.hadithbd.com/books/section/?book=158
https://www.hadithbd.com/books/section/?book=158
৪,৭,৮,১২,৫৪,,৬০,১২৭,৯৪
৭৫,৭৮,৮৫,৯৪,১৫৭,৫৯
https://www.hadithbd.com/books/section/?book=154
((৬০)) অজু ভংগের কারন
আদম আঃ
নুহ আঃ
ইব্রাহিম আঃ
আওয়ুব আঃ
মুসা ও হারুন আঃ
ইউনুস আঃ।
সুলাইমান আঃ
ইসা আঃ
সাইয়্যিদুল ইস্তিগফারঃআল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা সানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা
১. ৫বার
২.আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম 1বার
৩.সুবহা-নাল্লা-হ (৩৩ বার)। আলহামদুলিল্লাহ্ (৩৩ বার)। আল্লাহু-আকবার (৩৩ বার)।
>লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা- শারীকা-লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া আলা- কুল্লি শাইয়িন ক্বদীর) (১ বার)
৪.আয়াতুল কুরসি ১বার
৫.আল্লাহুম্মা আজিরনী মিনান নার
>আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ‘উযু বিকা মিনান্নার ১০ বার
৬.সূরা ইখলাস, ফালাক্ব ও সূরা নাস, প্রত্যেকটি ৩ বার করে
৭.দরুদে ইব্রাহিম ১০বার
৮.রাদ্বীতু বিল্লাহি রাব্বা, ওয়াবিল ইসলামি দ্বীনা, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ৫বার
৯.সুব্হানাল্লা-হি ওয়াবিহামদিহী ১০০বার
লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
১০.আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন আযা-বিল ক্বাবরি, ওয়া আ‘উযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ্ দাজ্জা-লি, ওয়া আ‘উযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামা-ত। আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল মা’ছামি ওয়াল মাগরামি।
11.আস্তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফিরদাউস
4. সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি
আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু
5.
6. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
7. সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহী।
৪. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
9. সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ
10. সকালে দশবার এবং বিকালে চদশবার নবী মুহাম্মদ (স:) [দুরুদ]
দুরুদে ইব্রাহিম
https://dua.gtaf.org/bn/prayer/26
https://dua.gtaf.org/bn/prayer/26
https://dua.gtaf.org/bn/prayer/26
আদম
নুহ
লুত
হুদ
সোলায়মান
ইউসুফ
ইবরাহিম
ইলিয়াস
ইউনুস
ইয়াকুব
শোয়াইব
আইয়ুব
মুসা
ইসা
হারুন
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
১. হজরত আদম (আ.)
২. হজরত ইদ্রিস (আ.)
৩. হজরত নুহ (আ.)
৪. হজরত হুদ (আ.)
৫. হজরত সালেহ (আ.)
৬. হজরত ইবরাহিম (আ.)
৭. হজরত লুত (আ.)
৮. হজরত ইসমাঈল (আ.)
৯. হজরত ইসহাক (আ.)
১০. হজরত ইয়াকুব (আ.)
১১. হজরত ইউসুফ (আ.)
১২. হজরত শুয়াইব (আ.)
১৩. হজরত আইয়ুব (আ.)
১৪. হজরত যুল কিফল (আ.)
১৫. হজরত মুসা (আ.)
১৬. হজরত হারুন (আ.)
১৭. হজরত দাউদ (আ.)
১৮. হজরত সুলাইমান (আ.)
১৯. হজরত ইলিয়াস (আ.)
২০. হজরত ইয়াসা (আ.)
২১. হজরত ইউনুস (আ.)
২২. হজরত জাকারিয়া (আ.)
২৩. হজরত ইয়াইয়া (আ.)
২৪. হজরত ঈসা (আ.)
২৫. হজরত মুহাম্মাদﷺ
২:৮] আল বাকারা
وَمِنَ النّاسِ مَن يَقولُ آمَنّا بِاللَّهِ وَبِاليَومِ الآخِرِ وَما هُم بِمُؤمِنينَ
বায়ান ফাউন্ডেশন:
আর মানুষের মধ্যে কিছু এমন আছে, যারা বলে, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি’, অথচ তারা মুমিন নয়।
[২:১৪] আল বাকারা
وَإِذا لَقُوا الَّذينَ آمَنوا قالوا آمَنّا وَإِذا خَلَوا إِلى شَياطينِهِم قالوا إِنّا مَعَكُم إِنَّما نَحنُ مُستَهزِئونَ
বায়ান ফাউন্ডেশন:
আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়, তখন বলে ‘আমরা ঈমান এনেছি’ এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয়, তখন বলে, ‘নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। আমরা তো কেবল উপহাসকারী’।
Comments
Post a Comment