মাখরাজ

 


🙃🙃মাখরাজ 🙃😀


১)হরকত,তানভিন, মুরাক্কাব


২)তাশদিদ,,ছাকিন বা জযম,কলক্লা,ওয়াকফ,লিনের হরফ,মদের,ওয়াজিব গুন্নাহ





হরফের উপর মোটা চিন্হ, বামে তাশদীদ না থাকিলে মাদ্দে লাযিম হরফী মুখাফফাফ। হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। যথা:- عسق – ق – ن




https://drive.google.com/drive/folders/1_y8-c4rH0FHxjFi0B_eVAo6oXZJ7QZJW



https://drive.google.com/drive/folders/1_y8-c4rH0FHxjFi0B_eVAo6oXZJ7QZJW



https://youtu.be/sZQZ8m36t_0






তাশদিদ এর ডানে হরকত ছাড়া পরা জায় নাহ

তাশদিদ এর ডানে জযমওয়ালা হরফ পরা জায় নাহ

জযমওয়ালা হরফ এর ডানে হরকত ছাড়া পরা জায় না

কলকলা হরফ হরকত ছাড়া পরা জায় নাহ।।


যদি তাশদিদ আর জযমওয়ালা হরফ থাকে সেক্ষেত্রে জযমওয়ালা হরফ বাদ যাবে।।পরে হরকত তাশদিদ কে ধরবে



ওয়াকফ:::::::::




এক যবর,এক যের,এক পেশ,দুই যের,দুই পেশ,খারা যের,উল্টা পেশ থাকিলে ছাকিন করিয়া প্রিতে হয়।।


 

1.দুই যবর,**খাড়া যবর**এর বামে  ওয়াকফ করলে এক আলিফ টান। 

2.দুই যবর,খাড়া যবর ব্যতিত যেকোনো চিহ্ন থাকলে ছাকিন করে পরতে হবে।।

3.গোল তা ওয়াকফের অবস্থায় ; হা সাকিন হয়।

4..হামজাহ ওয়াকফ অবস্তায় ছাকিন হলে ঝটকা দিয়ে পরতে হবে।

5.আলিফ মদ,ইয়া মদ,ওয়াও মদের উপর ওয়াকফ হলে এক আলিফ টানিয়া পরতে  হয়।এই মদ শেষে এ থাকবে।।

6.তাশদিদ আর মিম নুন তবে একটু চাপ দিয়ে ধরে পরতে হবে।,,কলকলা হরফ থাকলে কলকলা করতে হবে।।














এক আলিফ মদ্দ চার প্রকার: 



১.মদ্দে তবায়ী বা মদ্দে আছলী


যবরের পরে খালি আলিফ, যেরের পরে যজম ওয়ালা ইয়া এবং পেশের পরে যজম ওয়ালা ওয়াও । খাড়া যবর, খাড়া যের ও উল্টা পেশ । একে মদ্দে তবায়ী বা মদ্দে আছলী বলে ।


২.মদ্দে বদল

হামযাহ এর হরফে এ এক আলিফ

টানিয়া পড়াকে মদ্দে বদল বলে।খারা যবর,যের,পেশ



৩.মদ্দে লীন

ওয়াও অথবা ইয়া ছাকিন এর পূর্বে বা আগে যবর এবং পরের হরফে ওয়াক্ফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মদ্দে লীন বলে


৪.মদ্দে এওয়াজ


দুই যবরে ওয়াকফ করিলে এক যবর করে এক আলিফ টনিয়া পড়াকে মদ্দে এওয়াজ বলে ।



তিন আলিফ মদ্দ দুই প্রকার:


১.মদ্দে আরজী

মদ্দের হরফ বা মদ্দের হরকতের পরে বা বামের হরফে ওয়াক্ফ করলে ঐ মদ্দের হরফ বা মদ্দের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়।তাকে মদ্দে আরজী বলে


২.মদ্দে মুনফাছিল

মদ্দের হরফ বা মদ্দের হরকতের উপর চিকন বাকা চিহ্ন থাকিলে, "অথবা” দুটি শব্দ এর, প্রথম শব্দের শেষে মদ্দের হরফ বা মদ্দের হরকত ও দ্বিতীয় শব্দের প্রথমে লম্বা হামজাহ থাকলে তাকে মদ্দে মুনফাছিল বলে।তিন আলিফ টানিয়া পড়িতে হয়।





চার আলফ মদ্দ পাচ প্রকার:


১.মদ্দে মুত্তাছিল

মদ্দের হয়ফ বা মদ্দের হরকতের উপর মোটা লম্বা চিহ্ন

থাকিলে “অথবা” একই শব্দের মধ্যে, মদ্দের হরফ বা মদ্দের হরকতের পরে ছোট হামযাহ থাকলে তাকে মদ্দে মুত্তাছিল বলে।



২.মদ্দে লাযিম কালমি মুছাক্কাল

মদ্দের হরফ বা মদ্দের হরকতের উপর মোটা লম্বা এবং পরে তাশদীদ থাকলে “অথবা” একই শব্দের মধ্যে, মদ্দের হরফ বা মদ্দের হরকতের পরে তাশদীদ থাকলে তাকে মদ্দে লায়েম কালমি মুছাক্কাল বলে। চার আলিফ টানিয়া পড়িতে হয়।



৩.মদ্দে লাযিম কালমি মুখাফফাফ


মদ্দের হরফ বা মদ্দের হরকতের উপর মোটা লম্বা চিহ্ন

(~~~ )এবং পরে জযম বা ছাকিন থাকলে “অথবা” একই শব্দের মধ্যে, মদ্দের হরফ বা মদ্দের হরকতের পরে জযম বা ছাকিন থাকলে তাকে মাদ্দে লাযেম কালমি মুখাফফাফ বলে । চার আলিফ টানিয়া পড়িতে হয়।


৪. মদ্দে লাযিম হরফি মুছাক্কাল


শুধু হরফের মধ্যে, কোন হরফ এর উপর মোটা লম্বা চিহ্ন এবং পরে তাশদীদ থাকলে তাকে মদ্দে লাযেম হরফি মুছাক্কাল বলে।চার আলিফ টানিয়া পড়িতে হয়।


৫.মদ্দে লাযিম হরফি মুখাফফাফ


শুধু হরফের মধ্যে, কোন হরফ এর উপর মোটা লম্বা চিহ্ন এবং পরে জযম বা ছাকিন থাকলেতাকে মদ্দে লাযেম হরফি মুখাফফাফ বলে ।চার আলিফ টানিয়া পড়িতে হয় ।

হরফের উপর মোটা চিন্হ, বামে তাশদীদ না থাকিলে মাদ্দে লাযিম হরফী মুখাফফাফ। হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। যথা:- عسق – ق – ن








আলিফকে কখন হামযা বলা হয়? শুধু খালি আলিফকে আলিফ বলা হয় কিন্তু আলিফে যদি যের, যাবার, পেশ, সাকিন ও তাশদীদ থাকে তাহলে আলিফকে হামজা বলা হয়।


Comments

Popular posts from this blog

আসমাউল হুসনা

গুনা

আকিদা