শিরক
https://www.hadithbd.com/books/section/?book=140
https://www.hadithbd.com/books/section/?book=151
https://www.hadithbd.com/books/section/?book=166
((১,৪,৬,৭৫,৭৮,৫৯),১৫৭))
https://at-tahreek.com/article_details/9480
https://youtube.com/playlist?list=PLKegOOtfj306APL8BwdKM6exoIbrRPich
https://youtube.com/playlist?list=PLKegOOtfj306APL8BwdKM6exoIbrRPich
🔘আল্লাহ্ ব্যতিত অন্য কারো নামে কসম করা শিরক।
🔘কোন কিছুকে শুভ-অশুভ লক্ষন বা কুলiক্ষণ মনে করা শিরক।
🔘মাজারে ও কোন পির-ফকির কিংবা কারো নিকট সিজদা দেয়া শিরক।
🔘আল্লাহ্ ছাড়া অন্য কারো বা যেকোন পির আওলিয়া কিংবা মাজারের নামে মানত করা শিরক।
🔘কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিজে যাত্রার সময় পিছন ফিরে তাকালে যাত্রা অশুভ হয় এই ধারনা বিশ্বাস করা শিরক।
🔘কোন বিপদে পড়ে আল্লাহকে বাদ দিয়ে "ও মা, ও বাবা" ইত্যাদি বলে এইরকম গায়েবি ডাকা শিরক।
বিপদে পড়লে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন" বলতে হয়।
🔘তোর ভবিষ্যত অন্ধকার', 'তর কপালে বহুত কষ্ট আছে',এই ধরনের গায়েবি কথা কাউকে বলা শিরক।
🔘হোচট খেলে কিংবা পেচা ডাকলে সামনে বিপদ আছে এই ধারনা শিরক
🔘রোগ ব্যাধি বা বিপদ-আপদ থেকে রক্ষা পেতে শরীরে পিতলের বালা, শামুক, ঝিনুকের মালা, সুতা, কিংবা যেকোন প্রকারের বস্তু লটকানো শিরক।
🔘সকালে বেচাকেনা না করে কোন কাষ্টমারকে বাকি দিলে কিংবা সন্ধ্যার সময় কাউকে বাকি দিলে ব্যাবসায় অমঙ্গল হয় এই ধারনা করা শিরক!।
🔘সফলতা কিংবা মঙ্গল লাভের জন্য এবং অমঙ্গল থেকে রক্ষা পেতে যেকোন প্রকার আংটি ব্যবহার করা শিরক।
🔘যে কোন জড় বস্তুকে সম্মান দেখানো তথা তাযীম করা বা তার সামনে নিরবতা পালন করা শিরক
যেমন: স্মৃতিসৌধ, শহিদ মিনার কিংবা মাজার ইত্যাদি।
🔘আল্লাহর ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানো ইবাদাত করা শিরক।
🔘আল্লাহ্ ব্যাতিত কোন গণক বা অন্য কেউ গায়েব জানে এই কথা বিশ্বাস করা শিরক
🔘পায়রা/ কবুতর উড়িয়ে শান্তি কামনা করা শিরক,
কারণ শান্তিদাতা একমাত্র আল্লাহ্
🔘আল্লাহর ছাড়া কোন পির-আওলিয়া এবং কোন মাজারের নিকট দুয়া করা বা কোন কিছু চাওয়া শিরক।
🔘শরিরে যে কোন প্রকার তাবিজ ঝুলানো শিরক।
🔘গণকের কাছে গেলে কোন কিছু জিজ্ঞেস করলে 40 দিনের সালাত বাতিল আর বিশ্বাস করলে সে কাফের।
🔘যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সালাত,সিয়াম ও দান করল সে শিরক করল
🔘কুরআন কি আল্লাহর সৃষ্টি? নাকি আল্লাহর বানী? আল্লাহর বানি, সৃষ্টি বিশ্বাস করলে সে কাফের
🔘আল্লাহ ও আপনার দোয়ায় ভালো আছি।
🔘যে ব্যক্তি তা‘বীয ব্যবহার করবে আল্লাহ তাকে পূর্ণতা দিবেন না। আর যে কড়ি ব্যবহার করবে আল্লাহ তাকে মঙ্গল দান করবেন না
🔘যে ব্যক্তি তা‘বীয ব্যবহার করল সে শির্ক করল
🔘যে হাতের রাশি দেখে ভাগ্যের ভবিষ্যৎ প্রকাশ করা, হাত চালিয়ে হারিয়ে যাওয়া বস্তুর সংবাদ দেয়া, টিয়া পাখির মাধ্যমে ভাগ্যের ভবিষ্যৎ প্রকাশ করা গণকের নিকট হারিয়ে যাওয়া বস্তু জানতে চাওয়া এগুলো সবই শিরক।
🔘 আরবি ভাষা কি সৃষ্টি --নাকি অন্য কিছু তা জানার দরকার নাই।।
কোনো ব্যাক্তি বা বস্তুর সম্মানের জন্য দারানো। কারন এটা শিরক।
Comments
Post a Comment